শয়নে স্বপনে অনন্ত গোপনে
রেখেছি যারে মনে,
সেই বুঝি আজ একান্ত নিরালায়
মিথ্যার জাল বোনে।
ভালবাসার নামে ছলনা করে
নিয়ে ছিল বুকে টেনে,
বোকার মত ছল ছল চোখে
নিয়ে ছিলাম সব মেনে।
প্রশ্ন জাগে মনে...
কেন তবে সময়ে অসময়ে
একান্ত গোপনে,
প্রাণে জাগাও রন দোলা
বসন্ত আবীর মাখিয়ে হৃদয়ে;
তাকিয়ে থাকি বিস্ময়ে।