আজ মনটা
বর্ষার স্যাত স্যাতে রূপ,
একটু পর পর শ্রাবণ এসে যেন হানা দেয় মনে
ভেঙ্গে চূড়ে যায় বুক,গলে চক্ষু জলে।
কেন এত কষ্ট
ঝাঁপিয়ে পড়ছে মনে?
বুঝতে বাকি রইল না যার কণ্ঠে বেজে উঠতো
"কষ্ট পেতে ভালোবাসি"সেই আজ সকলকে কাঁদিয়ে
সকল কষ্ট ছুড়ে ফেলে দিয়ে "উড়াল দিলেন আকাশে।
তাঁর উত্তাল জন ঢেউ,
সুরের ঝংকার, গিটারের বজ্র ধ্বনী
আর যে কখনো শোনা যাবে না।
সব হাহাকার যেন
বেদনার সুর তুলে বাতাসে
হারালাম তাকে ফিরবে না কোন দিন।
বিদায় হে প্রিয় ভাল থেকো অনন্তকাল।