প্রিয় কবি খলিলুর রহমান,
তোমার স্মৃতি থাকবে হৃদয়ে অম্লান।
কালবৈশাখী রূপে ছুটে এসেছিলে তুমি,
বাংলার মাটি ও মানুষের হৃদয় চুমি।
বাংলা কবিতার আসর করেছ ধন্য,
ছিলাম যারা সেদিন আমন্ত্রিত অতি নগণ্য।
পেয়েছিলাম পরিচয় তোমার মহৎ হৃদয়ের,
কত সামান্য থেকে হয়েছ সবার আদরের।
ধন্য তুমি,
ধন্য তোমার জন্মভূমি।
সারা জীবন ধরে রাখব তোমার স্মৃতি,
হোক তা প্রেম ভালােবাসা ও অাদর্শের প্রীতি।
তোমার উপস্থিতি তাই যেন বলে,
এগিয়ে যাবে অলক্ষ্যে সবার মহা প্রবলে।
এই কবিতাটি আশা ও বিশ্বাস করি অনেকেই দেখে থাকবেন আলোচনার পাতায় প্রিয় কবির লেখা "নিয়ে আসা অনুভূতি" আলোচনায় আমার মন্তব্যে। আমি পাতায় আবার পোষ্ট করার একটাই কারণ কবিতাটি আমার পাতায় রাখার ইচ্ছা পোষণ করছি। এবং এই কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গকৃত।