প্রচন্ড ঝড় বজ্রপাতের
           কর্কশ ধ্বনি,

চমৎকার ঝাঁঝালো শিখা
থেকে থেকে আলোর নাচন।

           বিদ্যুৎ বিভ্রাট
           নির্জন আঁধারে
দেহমন জড়সড়।

কবিতারা করে বিচরণ
            মনের গহীন কোণে
         ভাবনায় করি পদচারণ।

জীর্ণ শীর্ণ কুড়ে ঘর
       এক ঝাপটায়
            চূর্ণবিচূর্ণ।

       তারপর গৃহহীন
         চোখে হতাশা,
    কতজন অজানায় হারায়
   পায় না খুঁজে শেষ ঠিকানা।

        প্রকৃতি বড়ই নিমর্ম;
       কাল বৈশাখী হাওয়ায়
            করে তছনছ।