আজও একটা সুর্য উদিত
হয়েছিল ভোরের আকাশে;
অস্ত যাবে সময়ের সাথে মেশে
পরন্ত বিকেলে পশ্চিমাকাশে।
আজ ৭ মার্চ ঐতিহাসিক দিন,
ইতিহাসের গর্ভে চির উজ্জ্বল চির অমলীন।
বজ্র কণ্ঠে ধ্বনিত হল সেই রক্ত স্লোগান
দিকে দিকে রণিত হল সেই প্রাণের গান।
মুখরিত ধরনী, মুখরিত বাঙালী একই ঐক্যে
দলে দলে গড় তুলেছিল মানব প্লাবন।
তাদের জন্যই পেয়েছি আমি আমার সোনার দেশ
তাদের জন্য প্রাণের সুরে গাইছি গান প্রিয় বাংলাদেশ।