কেন এমন চাইছ বল,
থেকে থেকে মন রাঙিয়ে।
কাঁদছে দেখ; ভোরের
পাখি করুণ সুরে।
পাথর ফাটা বুকটা দেখ,
চোখটা ফাটে শ্রাবণ ঢলে।
তার সাথে আর সখ্যতা নয়,
অশ্রু ঢালে অভিমানে।
তুষের আগুন জ্বলছে দেখ,
কেমন যেন নিভু নিভু..
এমন ত্বরায় চোখ রেখ না,
জ্বলবে তুমি একই অ নলে
মুক্ত করো;(পাখিটারে) আকাশপানে
নইলে তুমি পাবে না আশীস ঐ শুদ্ধ প্রাণে।
প্রেমের আগুন বড়ই করুণ,
যখন তখন পোড়ায় মারে।
সময় থাকতে পথ খুঁজে নাও;
ভুল বুঝনা বারে বারে।
প্রত্যহ রোধন করছি যারে,
সেই ঠেঁলে দেয় দূরাঘায়ে।
পথ যে খুঁজি আপন ভুলে,
দাও যদি ঠাঁই আপন বলে।
কবিতার নামটি আবার সম্পাদনা করে নিলাম কোন কারণে।