আমার ত্রিভুবন তোমার বিলাসিতা প্রস্ফুটিত বেলীর মতোই সুগন্ধসম। স্বর্ণালী সকালের মতোই মসৃণ রৌদ্র উজ্জ্বল।
প্রতিদিন তুমি নব নব সাজে আলিঙ্গন করো তোমার স্নেহানুভূতির প্রেমারসে।
তোমার উদ্ভাসিত দৃষ্টি করে প্রক্ষালন, করে আলোকিত আমার এই নির্জন ভুবন। আমার অনুভূতির আলোকসজ্জা তোমার বিচ্ছুরিত তেজষি কিরণ।
হে প্রেম তুমি বারবার ছুঁয়ে দাও অব্যক্ত ভাবনার কুন্দ্র রসে। করো সিক্ত, করো স্নাত কোমল সবুজ ঘন বিন্নাসে।