ছিপছিপে দেহ খানা
  লকলকে মন,
চোখ তার জলাশয়
   আবেগী যখন।


উদারচেতা মনটা তার
নেই কোন অনাচার,
সুখ স্বপ্ন বেশ ভালো
কল্পনায় টলমলো।


প্রেম পিয়াসী মনটা তার
  নেই কোন আবদার,
   চিরল দাঁতে হাসে
  সবায় ভালোবাসে।