প্রেম বড়ই সুক্ষ্ম, বড়ই ক্ষীণ
ছুঁতে গেলে আপন করে
উড়ে যায় বৃন্দাবনে ৷

প্রেম বড়ই স্পর্শকাতর, বড়ই লাজুক
আগলে রাখতে চাইলে তাকে
ছুটে চলে শুন্য রথে ৷

প্রেম বড়ই উচ্ছল, বড়ই অস্থির
তীব্র আবেগে টানলে কাছে
ফুরুৎ ফুরুৎ যায় উড়ে সে?

প্রেমের পথ বড় সরু, বড়ই সংকীর্ণ
হাঁটছে যারা এ পথ ধরে
কাঁটার মালা পরছে গলে ৷

প্রেম কখনো মধু কখেনা শুষ্ক তপ্ত বালি
হৃদয় কেঁদে হয় হাহাকার
সব দিয়ে জলাঞ্জলি।

প্রেম মানেই তীব্র ব্যথা, তীব্র কষ্ট
যারাই হাঁটে এ পদালয়ে,
তারাই যে হয় পথ ভ্রষ্ট ৷


প্রেমকে সংজ্ঞায়িত করা বড় কঠিন দুরহ একটি ব্যপার। আমার কাব্য চিন্তায় অতি সামান্যই তুলে ধরলাম। আরও গভীর চিন্তা প্রকাশের সুযোগ আছে চাইলে..