বড় ব্যথিত হৃদয়ে চাই যে বলিতে
করিও মার্জনা এই নব প্রভাতে;
হারাতে চেয়েছি
নিরব মনে
অজানা এক অরণ্য কোনে।
অবশেষে
প্রানের টানে ছুটে আসা,
হাজার স্বপ্নে বাঁধি বুক;
কত ডালে কত রকম বেঁধেছি বাসা,
পাইনি কোথাও সেই সুখ।
তুমি আমার প্রিয়,
প্রিয় কবিতার আসর..
তোমায় নিয়ে সাজাব আমি,
অনন্ত অন্তিম বাঁসর।