হে প্রিয় বাংলাদেশ তোকে বহু অমূল্য রক্ত দিয়ে হয়েছে কেনা। নিষ্ঠুর অমানবিক অত্যাচার নির্যাতন আর যায় না মানা।
মায়ের বুকের আদরের ধন শত শত হয়েছে ক্ষতবিক্ষত। মায়ের চোখের নোনাজল ঝরছে অনর্গল।
আর চাইনা ইতিহাস, আর চাইনা যাদুঘরে পরে থাক পুঞ্জীভূত ক্ষোভের আগুনে পোড়া দহন।
আর চাইনা বিদ্রোহী জনতার কোন্দল, লাঠিয়াল বাহিনীর হিংস্র
আলোড়ন।
আর চাইনা বেনামি লাশের সারি সারি কবর।
আর চাইনা রাজপথে রক্ত মিছিল, পিচঢালা রাস্তায় রক্তস্রোত।
আর চাইনা শহীদী আত্মার করুন আর্তনাদ, আর চাইনা অসমাপ্ত বিদেহী আত্মার প্রতিশোধের বিধ্বংসী তরবারি মরণ যন্ত্রনার তিক্ষ্ণ কামুড় ।
হে প্রিয় বাংলাদেশ বড্ড ভালোবাসি তোকে...
তোর সীমানা জুড়ে জেগে উঠুক নতুন দিনের উজ্জ্বল আলো। তোর ভুখন্ডের পরতে পরতে জেগে উঠুক সবুজ আলোর স্রোত।
নতুন আশার আলোয় অবগাহিত হোক নতুন প্রজন্ম। তোর পদ চারনায় বিশ্ববুক হোক প্রকম্পিত, তোর ফসলী মাঠ ফলাক কাঁচা সোনা,
দোদুল্যমান হোক মরু প্রান্তর।
হে প্রিয় বাংলাদেশ বড্ড ভালোবাসি তোকে...