মানব জীবন বড়ই বিচিত্র। বিচিত্র জীবনে চলার পথ কখনও নয় মশৃণ। কখনো কন্টকাকীর্ণ কখনো ভঙ্গুর আবার কখনো বা মধুর। ভাল মন্দ নিয়েই জীবন। আর এ জীবন নিয়েই কবির কবিতা। এই কবিতাটিও জীবন ভাবনার অনুভবে রচিত।

       জীবন:

কখনও ভাল
          কখনও মন্দ।
কখনও আশা
          কখনও হতাশা।


     জীবনে আসে:

কখনও প্রেম
           কখনও বিরহ।
কখনও আলো
           কখনও আঁধার।
কখনও রাগ
           কখনও অনুরাগ।

কখনও সুখ
          কখনও দুখ।
কখনও হিংসা
          কখনও কোমল।

কখনও পাপ
          কখনও অনুতাপ।
কখনও মেঘ
          কখনও রৌদ্দুর।



জীবন কখনও হয়:

কখনও সবল
           কখনও দুর্বল।
কখনও সদয়
           কখনও নির্দয়।
কখনও সরল
           কখনও গড়ল।
কখনও তিক্ত
           কখনও মিষ্ট।