প্রান উজারি ডাকি তোমায়
রজনী কিবা প্রাতে,
শুন্য হাতে এসেছি আমি
পূর্ণ হতে তোমাতে।
দাও গো মুছে আমার আখি জল
যাক সরে যাক সকল অশুভ ফল,
দূর হয়ে যাক সব ময়লা আবজর্না
তুমি আমায় করো মার্জনা।
পাপি আমি মহা জনমের
তিক্ত পাপ ধরায়;
অন্তকরন কর গো কোমল
তোমার শুভ্র সুধায়।
শুদ্ধ করো আমার দেহাত্নন
তোমার পূণ্য আলোয়।
যুক্ত করো সুগগ্ধ সম
আসুক যত না প্রলয়।
সিক্ত করো নেত্রদ্বয়, তোমার প্রেমাজ্জলে
মুক্ত করো গুপ্ত হৃদয়, তোমার পুন্যাবলে।
চিত্ত মাঝে তোমার নামটি সুপ্ত সুর ধ্বনী
তুমি আমার প্রানের সুধা তুমিই নয়ন মণি।