একুশ দিয়েছে মাতৃভাষা
একুশ দিয়েছে প্রান,
একুশের চেতনা জড়িয়ে বুকে
গাই তারুন্যের জয় গান ৷
লড়াই করে ছিনিয়ে এনেছি এই বাংলা ভাষা!
সকল শ্রমই পন্ড হল পাক বাহিনীর হতাশা ৷
৫২, ৬৯ আর একাত্তুরের স্বাধীনতা?
রক্তের বন্যা বইয়ে দিয়েছি,
তবুও নেইনি মেনে পরাধীনতা ৷
সবুজ অরন্যে রক্ত ঢেলে
রঞ্জিত করেছি বাংলার পতাকা
যত দিন দেহে থাকবে প্রান
বলে যেতে চাই হে (১৬কোটি) বাঙ্গালী (হিন্দু,খ্রিষ্টান,বৌদ্ধ, মুসলমান)
অক্ষুন্ন রাখব আমাদের অহংকার আমাদের শততা ৷
অকুন্ঠ ভয় করেছি জয়
দৃপ্ত প্রানের উল্লাসে,
যুগ যুগ ধরে জলবে শিখা
নির্ভিক বুকে হয়ে অর্নিবান।