শূন্যতাকে পূর্ণ ভেবে
বেঁচে আছি রৌদ্ধ শ্বাসে;
দেহ নামক মুখোসটাকে
চাই না আর আপন রূপে ৷
কৃত্রিমতার অন্তরালে
খুঁজে মরি সত্যটাকে ৷
বাস্তবতার এই দুনিয়াতে
চাই না আর বেঁচে থাকতে।
জীবন যুদ্ধে ধুখে ধুখে
মৃত্যুটাকে চাই আপন সুখে ৷
এক দেহেতে শত মন
বিলাই যারে তারে;
এ যেন এক নিত্য খেলা
খেলছি বারে বারে ৷
ইচ্ছে করে যাই হারিয়ে
অদূর কোন বনে..
একা একা চলব পথ
মিলব না কারো সনে ৷
জীবন বীনায় সুরের ধ্বনী
বেজে উঠে ঝংকার;
বিরহ ব্যথা কাব্য লিখনে
মন করে তোলপার
এই জীবনে কোন আশা
হইল না পূরণ;
ব্যর্থ আমি পদে পদে
রাখিব স্মরণ ৷