বৃষ্টি ভেজা ভোরের শাখে;
শালিক চড়ই মনের সুখে
গাইছে সুরে গান,
শুষ্ক মরু তরু লতা অবশেষে যুদ্ধ করে
পেয়েছে ফিরে প্রাণ৷
সবুজ মাঠে গুল্ম লতায়
বাহারী ফুলের মোর্ছনায়;
প্রজাপতি আর ঘাস ফরিং নিচ্ছে সুঘ্রাণ ,
কোলা কুনো ব্যাঙ্গেরা তাই
ভেঙ্গেছে তাদের মান।
বৃষ্টি এলে খালে বিলে
তিব্র সুখে নৃত্ব মনে উড়ে বেড়ায় গাং চিলেরা ৷
মাছ রাঙ্গা আর পানকৌড়িও
নেইকো বসে ডাঙ্গায় ৷
নদীর বাঁকে সবুজ ঘাসে
শুভ্র শোভায় কাঁশের শাঁখে
পদ্ম পাতার ফাঁকে ফাঁকে
মত্স ভাসে ঝাঁকে ঝাঁকে ৷
হাসনা হেনা আর কামিনী মিলে
সুগন্ধ বিলোয় দুলে দুলে ৷
কদম বনে জ্যোস্না হাসে,
লজ্জাবতী পরীরাও নৃত্যমনে গগনে ভাসে ৷