একটা পরিত্যক্ত কাগজ উড়ছে
বাতাসের ঝাঁপটায় ধূলো মেখে আঙিনায়;
নিলাম তুলে অজানা ভাবনায়
লেখাগুলো বেশ মরীচিকাময়,
বৃষ্টি আর তপ্ততায়..
চোখে চশমা থাকায়
এঁটো শব্দটারও বিচিত্র বিন্যাস।
কি অদ্ভুত এক প্রেম পত্র!!!
পড়তে পড়তে কাব্য
হিসেব মেলে না কে লিখেছে কাকে
তবুও রসিক মন নিজের ভেবে
কৌতূহলী মেটাই অনায়াসে।
চেতনায় জাগে প্রশ্ন কে সেই রূপবতী
যার রূপে মোহিত হয় কোন এক রাজপুত্র
পদে পদে দিয়ে যায়
পেরেকাঘাত প্রতিঘাতে সয়ে যায় নিরালায়।
রাজ্য ছেড়ে রাজত্ব ছেড়ে
হয় সে প্রেম ভিক্ষারী
কে কে সেই হতচ্ছারী
প্রেম শিকারী???
প্রশ্ন মন গুমরে উঠে বেদনায়
প্রেমিক মনে ভেসে উঠে রাজপুত্রের
বেদনার্ত ভারাক্রান্ত মুখচ্ছবি।
হয়তো সেই রয় প্রতিক্ষায়..