ওগো প্রিয় চোখ তোল
চেয়ে দেখ একবার এই আমি তোমারই লাগি
ফাগুনের গন্ধ মাখি সেজেছি অপরূপ সাজে।
বসন্তে ফুটা অজানা ফুলেল সমুদ্রে        
ঢেউ তুলি বার বার। থাকি তোমারই প্রতিক্ষায়
দাও দাও তব দেখা নাও কাছে টানি ঐ তৃষিত বুকে।
পুরাও তিয়াসী নয়ন পলাশ শিমুল আর চাপাদের সুপ্ত সুখে।  



সবাইকে শুভ দুপুর। বেশ কয়েকদিন যাবত বিছানাটাকে আপন করে নিয়েছি। দোয়া রাখবেন।