শুনছো নাকি দেশবাসী
আসছে ফণি
উড়ায়ে ধ্বনি
পাতাল ফারি সর্বনাশী।
করবে নাকি জীবন ধ্বংস
আসুন সবাই
রুখে দাঁড়াই
রক্ষা করি প্রাণ বংশ।
দেখব এবার কত্ত প্রতাপ
আসছে নিয়ে
যাবে উড়ায়ে
সতর্কতায় ভাঙ্গব উত্তাপ।
আসছে ফণি ফন ফণিয়ে
পশ্চিমাকাশ ঘন ঘনিয়ে।
উড়ছে বাতাস শন শনিয়ে
ছুটছে ভয়ে প্রাণটা নিয়ে।