পাথর,মাটি ও অন্য একজনের কথোপকথন
পাথরের গাঁয়ে লেগে থাকা শেওলায়
জন্মেছে পাথরকুচি। তার গর্ভে ফোটেছে ফুল!
আরে দূর! সেতো কল্পনায় হয়েছে ভুল।
পাথর তো পাথরই হয়; তার নেই তো জীবন?
জড় হয়ে যার বাস সেই তো করে সর্বনাশ!
অন্যের ঘারে বসে করে সদা উপহাস।
তাহলে!
আমি মাটি এখানে জীবন জন্মায় দিই ফুল ফল
যা কিছু চাই। আমি দিতে জানি সব..
নিতে জানি সেও নয় কম;
তাহলে ব্যবধান?
আমি কেবলই জড় নই;
নিজের ভারি বোঝা দিই না চাপিয়ে অন্য কারো কাঁধে।
আমি মাটি দিতে জানি নিতেও জানি। করি সদাই পরের উপকার।
তো কি দেব তোমায়?
যত পারো খুঁড়ে যাও, যত পারো ক্ষুইয়ে নাও
তোমার সঞ্চয়.. সময় হলে নিয়ে যেও তাতে নেই কােন পরিতাপ।
আমি দিতে জানি; নিজেরে করে উজার।
তেমনি পারি নিতে সবটুকু কেড়ে।