কেন রে তুই স্বপ্নে আসিস? কথায় কথায় মুচকি হাসিস?
ডাকলে কাছে দূরে থাকিস: কেন রে তুই এমন করে ভালোবাসিস?
সুযোগ পেলে কথার ঝালে মনকে মারিস?
কষ্ট পেলে একা একা আমায় ভাবিস? আনন্দতে কষ্ট ভুলে খিলখিলিয়ে একলা হাসিস। কষ্ট গুলো লুকিয়ে বুকে দূর আকাশে দৃষ্টি মেলে একলা হাঁটিস?
হায়রে আমার মন ভুলানো পায়রাটা, তোর জন্য খাঁচার দোয়ার রেখেছি খুলে..
অভিমানের পান্ডুলিপি রাখনা তুলে? ইচ্ছে হলে মনের ভুলে একলা পথে আসিস চলে..
আড়াল করে পোষব না হয় মনের খাঁচায়..
ছোট্ট ছোট্ট খাদ্য দানায় রাখবো বাঁচায়..
ইচ্ছে হলেই দেখবো তোর ঐ ডানা ভাঙ্গা হাতটি ধরে... ওরে আমার মন পাগলা পায়রা সোনা, সোনার খাঁচা নাই বা পেলি?
দুঃখ কিসের তবুও তুই থাকবি কাছে পূর্ণিমার ঐ রাতটি এলে তারার রঙে খেলবো হোলি..
কথার পিঠে নকশিকাঁথা বিছায়ে দিয়ে মনের সাথে মনকে নিয়ে কইবো কথা, কাব্য আলোর পথটি চিনে উড়িয়ে দেবো মনের ব্যথা।
ওরে আমার অভিমানী মানিক সোনা, তোর জন্য বাঁধছি ঘর, দূর আকাশের তেপান্তর। ইচ্ছে হলে আসিস উড়ে, পাঁজর দিয়ে আগলে রাখবো তোর পাঁজর।