অত্যাধুনিক এই প্রযুক্তি যুগে যারা মোবাইলের ঘনিষ্ঠ বন্ধু আমি তাদের দলে নই....
যারা আপন করে যন্ত্রটাকে পরম সুখে কানে রেখে
প্রিয়ার সাথে কাটান সময় প্রেমালাপে
আমি তাদের দলে নই।
যারা মনের ক্ষুধা চোখের ক্ষুধা নিবারনে অসময়ে অকারণে বুদবুদ ররে নেশা তুলে নিশি প্রহর জাগরণে আমি তাদের দলে নই।
আমি তাদের দলে নই যারা প্রত্যহ মিথ্যার জ্বাল বুনে সহজ সরল হৃদয় কোণে. বিষ্টা কলুষ মনটা ঢেকে ময়ূর পাখায় নিজেকে সাজে।
আমি তাদের দলে যারা এই যন্ত্রটাকে যন্ত্র ভেবে
করে জ্ঞান সময়টাকে...
যারা সত্য সাধনে মানব বেদনে দাঁড়ায় পাশে নিরন্ন লোকের...
আমি তাদের দলে যারা ঐ যন্ত্রটাকে ব্যবহারে সঠিক রূপে।