ঘরের পাশে বদ্ধ পুকুর
নাম হল তার ডোবা;
দুর্গন্ধ আর আবর্জনায়
নেই কোন তার শোভা ৷
ঢেঙ্গু বল;এডিস বল
ডিম পারে তার জলে;
যায় না টেকা (তাদের) উপদ্রবে
সকাল সন্ধ্যা হলে৷
ভন ভনিয়ে গন্ধ ছড়ায় -
নোংরা মাছির দল,
সাদা কালো হাঁস গুলি সব
করে কোলাহল ৷
মাছরাঙ্গারা মাছের আশায়
ছু মেরে যায় উড়ে;
উদাসী মনে একা একা
দেখি বসে দূরে ৷
শালূক বলে মায় নাকি তার ময়লা জিনিস
ঐখানেতে ফেলে!
সুজোগ পেলে করিম চাচা মাছ ধরতে
হয়ে যায় সে জেলে ৷
কখনও দেখি শিশু কিশোর
ঐ জলেতে নায়;
বস্তি পড়ার ইদ্রিসের মায়
সেই জলই নাকি খায়!
এসব দেখে মনটা আমার
বড়ই কষ্ট পায়;
অসুস্থতা আর মৃত্যুর জন্য (ওদের)
কে নেবে তার দায়?
ইচ্ছে করে সেই জলেতে
ভাসাই নিয়ম তরী,
লিখতে বসে কাগজ গুলি
কেবলই নষ্ট করি ৷