চৈত্রের দাব দাহে নরম মাটিরা কাঁদে
হাহাকার করে হয় চৌচির, বিষণ্ণ বিষ্ময়ে
হা করে তাকিয়ে থাকে আকাশের দিকে।

রূপবতী আহ্লাদী সুখী বাসন্তী মন বিরহে পুড়ে।
জ্বলন্ত আগুন যেমন দাউ দাউ করে জ্বলে, অঙ্গার করে সব, তীব্র ক্রোধে মানব মনও দাউ দাউ করে জ্বলে। ধ্বংস করতে চায় সব,হয় প্রতিবাদী না হয় প্রতিশোধী।

তখন

তাকাও শান্ত জলে..
কল্প মনে ভাসাও তরী,
ঝির ঝির বাতাসে মন খুলে গান ধরো।
বৈঠা রেখো নিজের কাছে।

চোখ তুলে তাকাও,
সীমাহীন উদার আকাশের দিকে
মনে পাবে প্রশান্তি, হবে প্রফুল্ল বাড়বে আত্মবিশ্বাস
মেলে দাও ডানা মুক্ত বাতাসে,পাখিদের সাথে; মেঘে মেশে।

সুউচ্চ পাহাড় দেখো,
কোলাহল মুক্ত, সবুজ লতাগুল্ম বাতাসে লুকোচুরি খেলে, নির্বাক গাছেদের মৌন আলাপ মন কারে।

চোখ রাখতে ভুলো না
স্বচ্ছ সুবর্ণ স্নিগ্ধ ঝর্ণা জলে,
হও স্নাত বার বার তাতে, তৃপ্তির ঢেকুর তুলবে অনায়াসে।

পৃথিবীটা সুন্দর,মানব মন আরও সুন্দর
প্রতিটা সৌন্দর্য লুকিয়ে আছে গহীন অন্তরে।
এসো সুন্দর হই! পৃথিবীটা করে তুলি আরও সুন্দর।