ওরা কারা?
ওরা কারা?
আতঙ্ক ছড়ায় মনে?
ওরা কারা মধ্যরাতের অন্ধকারকে হাতিয়ার করে ভয়ঙ্কর ড্রাকুলার বেশে ন্যায়ের রক্ত গন্ধ শুঁকে? ওরা কারা নিশি রাতে নীরব ঘুমে ঝাঁপিয়ে পরে বুকে? ওরা কারা মুখোশ পরা এমন সাধু দিনের বেলা যায় না তাদের চেনা? ওরা কারা বাংলার মাটি থেকে সত্য উপড়ে ফেলে মিথ্যা আবর্জনা রোপন করতে চাইছে?
নিশ্চিহ্ন করে দিতে চাইছে শত শত মায়ের বুক।
ওরাই কি তারা যারা গণ আন্দোলনের পিঠে চড়ে বিধ্বস্ত করতে চাইছে ওদের আত্মত্যাগ? ওরাই কি তারা যারা বুক পেতে দেয়া আবু সাইদের রক্ত নিয়ে খেলছে হুলি? ওরাই কি তারা গোপন মনে ক্রোধের আগুনে জ্বালিয়ে নিতে চাইছে এই দেশের মাটি বিবস্ত্র রাজ্য নীতির লেবাসে?
আমার হৃদয় কেবলই ভারাক্রান্ত, কলম উগলে দেয় রক্ত বমি।
আমি নিশাচর নির্ঘুম পথযাত্রী অস্ত্র হাতে রক্ষা করি এদেশের মাটি। আমি জয়ের নেশায় নয় ন্যায়ের আগুন জ্বালাই বুকে বুকে।