কথা ছিল ভোরের সবুজ ঘাসে শিশির
শুকানোর আগেই তোমার হবে
আগমন এই নব দোয়ারে।
কতটা মিনিট ঘন্টা দিন কেটেছে নির্বিকার
তোমার অপেক্ষায় কথা রাখোনি;
অপেক্ষার প্রহর বড় বেদনার
কখনো বুঝনি..
থেকে থেকে বেদনার
ঝড় তুলে মন হয় উন্মাদ।
কখনো বর্ষা নামে ভয়াল আঁধার ছাপিয়ে নীলাকাশ
কখনো বা মধ্যাহ্নের তপ্ত কিরণে হয় ভষ্ম চারিপাশ
তুমি এলে না..
পাতা ঝরা গাছে নতুন কুঁড়িদের ভীড় জমে
শাখা প্রশাখায়, বর্ণালী সবুজ ছুয়ে যায় সৃষ্টির ঔরসে
অপেক্ষার প্রহর কাটে না,
গুটি গুটি বৃন্তে ফুলের আভাস
মৌমাছিদের তরিঘড়ি গুঞ্জন বলে দেয় মন বসন্ত এসে গেছে
মনে বিচ্ছেদের ভয় দিই বিসর্জন,
বাগানে ফোটা নাম না জানা ফুলের মাদকতা
মন করে তোলপার।
নির্লিপ্ত চোখে আতঙ্ক হারাবার
শেষ রাতের অবষণ্ণ দেহে অবচেতন মনে
স্বপ্নের নীল চাদরে মোড়ানো তোমার শ্রীমুখ
সুখের পরশ জাগায় ক্ষণে,
কিন্তু রেশ কাটতেই
মোচড়ে যায় মন আঙ্গিনা।
এখনো বসে গুনি সময়ের..