অপেক্ষায় থাক তুমি
আর কিছুটা ক্ষণ,
বেলা শেষে তোমার আমার
হবেই যে মিলন।
তখন মোরা হব জোড়া
গাইব সুরে গান,
জরা যত থাকুক সেথায়
পাইবে ফিরে প্রাণ।
তোমার আমার মিলন সুর
না হোক বিরহের,
একই সাথে একই বীনায়
বাঁধব কথা হৃদয়ের।
প্রিয় আমার কখনো যেন
যেও না আমায় ছেড়ে,
তোমার ব্যথা হৃদয় গাঁথা
কষ্টটা যায় বেড়ে।
একই সুতায় বাঁধলাম যদি
একই প্রেমের মালা,
ঝড় তুফান যতই আসুক
পারবে না করতে উতলা।
--+---+----+----+
অপেক্ষাতে থাক তুমি
আর কিছুটা ক্ষণ,
বেলা শেষে তোমার আমার
হবেই যে মিলন।
তখন মোরা হব জোড়া
গাইব সুরে গান,
জরা যত থাকুক সেথায়
পাইবে ফিরে প্রাণ।
তোমার আমার মিলনগীতি
না হোক বিরহের,
একই বীনায় বাঁধব সে সুর
দুইটি হৃদয়ের।
প্রিয় আমার যেয়োনা গো
আমায় কভু ছেড়ে,
তোমার ব্যথা হৃদয় গাঁথা
কষ্টটা যায় বেড়ে।
একই সুতায় বাঁধলাম যদি
একই প্রেমের মালা,
ঝড়-তুফানও পারবে না যে
করতে উতলা।
ধন্যবাদ প্রিয় কবি সময় না পেয়ে পুরোটাই তুলে রাখলাম পাতায়।
সুন্দর ছন্দময় এবং নিখুঁত।