কখনো কখনো এমন কেন হয় শীতের সকালে ঝরা পাতার মতোই থুবরে পরে মন?

থমকে থাকা গুমোট বাতাসের মতো নির্বাক দৃষ্টি কুরে খায় অভিলাষী  ভাবনা?

চিত্র চৈতালি প্রকৃতির রঙ্গ রূপ কেবলই ছবি।

সবুজের ডালে ডালে নতুনের উন্মাদনায় বাহারি রঙের মূর্ছনায় বিভুষিত... শত আয়োজনে দেয় হাতছানি..

বসন্তের কোকিল কত আবেদনে ডেকে যায় কুহু তানে..কত সুরে রোদন করে তার ঐ পিপাসু প্রাণে...

আমার তপষ্যি মন কেবলই ব্যাকুল বিধাতার গোপন অভিসারে.. আমি খুঁজে  ফিরি তাঁকে করি তাঁরই অন্বেষণ..