ওহে নির্বোধ;
নিজের ভান্ডারে কি কিছুই নেই?
কি এমন শক্তি করেছে দূর্বল, করেছে অন্ধ
হয়েছ দেওলিয়া, হারিয়েছ স্বর্বস্ব।
শুনেছি বাড়ি গাড়ি সবটাই চাই সময়ের আগে।
আলাদিনের বাতি হাতে পেয়েছিলে কি?
পরের দিন কোট টাই পদোন্নতি
ব্রিফকেস নীচে রাখতে ভুলনি..
চোখে ধূলো ছুড়ে হলে তালগাছ।
ভীতটা ছিল না পোক্ত ঝড় এল;
মরমড়িয়ে পড়ল পোড়ামাটির স্তুপে,
কি ভেবে ছিলে ধরায় পা অধরা করে স্বর্গ ছোবে?
স্বপ্ন সবার এক হয়না
তুমি ধুলো ধুলোতে গেলে মিশে।