ওর দগ্ধিত দেহের যন্ত্রণা
আমাকেও পোড়ায়,ওর গলিত ছারখারিত
মাংস পিণ্ড প্রতিশোধের নেশা তুলে রক্ত কণায়।
আগুন কত না ভয়ঙ্কর;
তার চেয়ে ভয়ঙ্কর লালসার আগুন।
ফলাফল সব একটাই...পোড়ায়।
অবশেষে
ঝলসানো লাশ।
কবিতাটি উত্সর্গ করলাম মাদ্রাসা পড়োয়া নুসরাত জাহান রাফির মৃত আত্মার স্মরণে।
(যাকে আগুনে পুড়িয়ে মারা হল)