যখন নুসরাতের বিদায়ে ফুপিয়ে কাঁদছে
আকাশ, কালবৈশাখী তীব্র কণ্ঠে বিদ্রোহের
ঝংকার তুলে মানব মনে।
তখনই একান্ত নীরবে কালের
গর্ভে বিলুপ্ত হয় ১৪২৫।
অজস্র লাশের দাফন হয় অশ্রু জলে,
কখনো আবার দম দমে আগুনে হয়
ভস্ম উড়ে বাতাসে বাতাসে।
অসহায় মাটি
গোপন ক্ষতে করে আলিঙ্গন।
টিনের চালে শিলারা মহা দামামায়
স্বাগত জানায় নতুন বছর ১৪২৬।
এই সুপ্রভাতে
আমি নিমগ্ন প্রার্থনায়,প্রভুর কাছে জানাই
অব্যক্ত হদয়ের দুটি আর্জি।
হে বিধাতা
হয় নারীর সৌন্দর্য নাও তুলি
না হয় কামুক পুরুষের কামনার
আগুন দাও জলাঞ্জলী।