ও পথিক আমারে নিবা তোমার লগে? দেখবো আমি তোমার সাথে সবুজ নরম লতায় মেশে ঐ দূর পাহাড়ের গা ভাসিয়ে কেমনে করে ঝর্ণা জল ছড়িয়ে পরে মাটির বুকে?
কেমনে করে আকাশ এসে ধরায় মেশে? কেমন করে পাহাড় ঘেঁষে সবুজ লতায় নানা রঙের পুস্প ফুটে?
কেমন করে রং ছড়ানো প্রজাপতি পাখনা মেলে ফুলের মেলায় হেসে হেসে স্নিগ্ধ ছড়ায় তপোবনে?
কেমন করে নীরব রাতের আঁধারগুলো ছড়িয়ে পরে বিশ্ববুকে, ছোট ছোট আলোর কণা যায় মিলিয়ে রাত্রি নিশি প্রহর গুনে?
ও পথিক আমারে নিবা তোমার লগে? পাহাড় চূড়ায় বসে বসে দেখবো আমি নীরব রাতের জোৎস্না মাখা আলোর ভূমে লক্ষ তারার কিরণমালা। নিমগ্নতায় মিশে মিশে হব আমি আত্মোভোলা।
ও পথিক আমারে নিবা তোমার লগে? দেখবো আমি তোমার সাথে পূব গগনে কেমন করে সূর্য উঠে? কেমন করে আলোর বন্যায় ভরিয়ে দেয় পৃথিবীর ঐ প্রান্ত সীমায়? কেমন করে সন্ধ্যাবেলায় উজান দুপুর আলো গলে পাহাড় চূড়ায় সূর্য ডুবে...
ও পথিক আমারে নিবা তোমার লগে?