এমন দেশে করিস না বাস
যেখানে মিথ্যার হয় অবাদ চাষ
ঘামের মতােই রক্ত ঝরে
পশুর মতো মানুষ মরে।
ও ভাই তোরা এমন দেশে করিস না বাস..
যেখানে ভাইয়ে ভাইয়ে নাই রে প্রেম
বঞ্চণা প্রতারণা কি বিভৎস সেম,
ধর্মের নামে পোশাক পরে
মুখটা লুকায় মুখোশ অন্ধরে
ও ভাই তোরা এমন দেশে করিস না বাস..
সঠতা ভন্ডামী জোচ্চোর প্রবঞ্চণা
শিশু নারীকে করে লাঞ্ছনা
মুখেই কেবল ভাল শিক্ষা
ভালর নামে খারাপ দীক্ষা।
ও ভাই তোরা এমন দেশে করিস না বাস..
সত্যের নামে মিথ্যা বড়াই
সমাজটাতে দিচ্ছে ছড়াই,
প্রেমের নামে কেবলই ছলনা
নাই আশা কেবলই বেদনা।
ও ভাই তোরা এমন দেশে করিস না বাস..
খাদ্যে ভেজাল নিত্য কাজ
পড়ছে মাথায় মৃত্যুর বাজ,
সবায় বাড়ায় রূপে সাজ
ভেতরে ভেতরে চলছে অকাজ
ও ভাই তোরা এমন দেশে আর করিস না বাস..
বাড়ছে বিচ্ছেদ ভাঙ্গছে সংসার
জ্বলে পুড়ে সব হচ্ছে অংগার,
এভাবেই সব হচ্ছে সংহার
এটাই আজ মানব অহংকার।
ও ভাই রে তোরা এমন দেশে আর করিস নারে বাস..