একদিন চোখ গেল জমিলার দিকে
ভালবাসাা সত্য নয় সব ছিল ফিকে।
জমিলা ফাঁকি দিয়ে গেল টেকোর সাথে
আম জাম সব খায়, এক সাথে মাতে।
জমিলার প্রেম দেখে নুরু মিয়া জ্বলে
সারা দিন বারে বসে ডুবে মদের বোতলে।
প্রেম বুঝে না জমিলা তার বুঝে শুধু টাকা
টেকোর প্রেমে অন্ধ হয়ে পরল হাতে শাখা।
একদিন হল কি??
টেকোর মাথায় পরল ঝরে বড় এক তাল
পেট মোটা টেকো ব্যাটা হল যে মাতাল।
নুরু মিয়া খুশি হয়ে দেয় হাত তালি
রাগে ফোলে দারোগা বৌ দেয় তারে গালি।
একদিন টেকো গেল মদিনা থেকে মক্কা
আর ফেরা হয়নি তার পেল নাকি অক্কা।
এই ভাবে নুরু মিয়া প্রেমে খেল ছ্যাকা
পুরাতনে খুঁজে পেল আসল প্রেমের দেখা।
নুরু মিয়ার প্রেম ভাসে শ্রাবণের জলে
সেই কথা আজও নাকি লোক মুখে চলে।