মোবাইলে প্রেমটা জমেছিল বেশ
যমদূতের তাড়নায় ভেঙে হল শেষ ।
নুরু মিয়া প্রেম আশায় কিনেছিল ফোন
বৌ তার দারোগা প্রেম কাঠে ঘূণ।
পরকীয়া প্রেম মনে দিল গুড়ে বালি।
পাড়াপড়শী জেনে গেল মুখে চুনকালি।
আহারে নুরু মিয়া যায় যায় প্রাণ
রাতদিন চড়ে বসে গায় বিরহ গান।
গান শুনে জমিলা দেয় তারে কল
রেগে আগুন বৌ বলে কি বলবি বল?
নয় মাস পর,
নুরু মিয়া লটারিতে পেল আবার ফোন
প্রেম পাগল মনটা তার গায় গুন গুন।
নুরু মিয়া ভাবে বসে
প্রেম তার চাই চাই যা হবার হবে
দারোগা বৌ তার যাক না গোল্লায় তবে।
চলবে