প্রতিদিন কষ্টের সাগরে কাটি সাঁতার
ভয়ংকর উত্তাল,গভীর জলের অজস্র
ঢেউ আছরে পরে মানস কপালে।
তর্জে গর্জে আসে গ্রহণের তান্ডবলীলায়
আমি অবসন্ন, ক্লান্ত,বিষণ্ণ মনে তীর খুঁজি
অবলীলায়। ভাসি নোনা জলে যুদ্ধ যুদ্ধ
খেলায় হেরে যাই।
আবারও বাঁচার আশায় নিস্তেজ মনে
দিই চিৎকার। রাক্ষসী ভয়ংকর সমুদ্র
অতলে টেনে নিয়ে যায় গোগ্রাসে করে
ভক্ষণ। আমি নিঃস্ব।
আমার আতংক মনে নেই
হারানোর ভয়।
আমার নিথর দেহ গলিত লাশ।