নিস্তব্ধ রাত নিশি প্রহরীর
অদূরে সর্তক সংকেত,
সময় ঘন্টা যতই এগিয়ে
যেন নীরবতা আরো কয়েক ধাপ
বাদুরের পাখা ঝাপটানি হৃদপিন্ডে বাজায় ঘন্টা ধ্বনী।
একাকী বিছানায়
বার বার এপাশ ওপাশ
আতঙ্ক মনে পাতা ঝরা শব্দটাও
যেন ভয়ঙ্কর ড্রাকুলার।
নির্মিলন আঁখি
কেবলই প্রতিজ্ঞা বদ্ধ
নিঃসঙ্গতায় চির চঞ্চল।
এমন নির্জনতায়
ওয়ালে ঝুলানো ঘড়িটাও
কর্কষ কণ্ঠে আওয়াজ
তুলে করছে বিদ্রুপ।
ইচ্ছে হচ্ছে এক্ষুনি ওর গতি
রোধ করি এক নিমিষে করে চূড়মার।
কল্প মনে আবারও ঘুমপাড়ানি গান আওরাই
নিস্তব্ধ ধরণী তলে মাথা নোয়াই আপন বালিশে,
কখন যেন স্বপ্ন দ্বার খুলে বেরিয়ে পরি
এক অপূর্ব মোহনীয় রাজপুরিতে..
চলবে..