হয়তো গতকালের ন্যায়
আজও আমাকে তন্ন তন্ন করে
খুঁজবে; শত সহস্র মানুষের ভিড়ে..
হয়তো মুচকি হেসে সুপ্রভাত বলতে চাইতে নেত্রদ্বয়ে
কত্তো অল্প সময়ে দৃষ্টি কেড়ে নিলে আমার
কত কথা বলে গেলে ক্ষণে, বুঝে নিয়েছি সব
হৃদয়ের অনুভূতি দিয়ে। চোখের ভাষা বড় সরল
শুধু প্রয়োজন কিছু অনুভব..
ক্ষীণ সময়ের তীরে দাড়িয়ে দু জোড়া নয়ন
মিশে একাকার। ভাবনার আদান প্রদান।
তারপর বিরহ নিয়ে পুড়ি অনলে
স্মৃতিটুকু রেখে দিলাম গোপনে একান্ত যতনে।
যদি আবার কখনো দেখা মেলে
পূজার মণ্ডপে সহস্র লোকের ভীড়ে..
বলব ডেকে পিছন থেকে
আমি সেই স্টলে দাড়িয়ে থাকা
.. .. .. নিষ্পলক দৃষ্টি।