ছুটে চলা নিঃসঙ্গ দিন
আমি একেলা,
ক্লান্ত মন উদাস দুপুর
বাজাই বেহেলা।
কোকিলের কুহু তান
শুনি ঐ দূরে,
মৌ মাছি মধু মুখে
থেকে থেকে উড়ে।
সাদা সাদা মেঘগুলি
মিশে নীল আকাশে,
নীড়ে ছুটা পাখিগুলি
ভালোবাসা প্রকাশে।
ক্লান্ত রবি মেখে রঙ
পরেছে লাল শাড়ি,
অভিমানী জোড়া শালিক
নিয়েছে ওরা আড়ি।
শীত শীত আমেজে
মন চায় তারে,
অব্যক্ত কথা মালা
সাজাই বাহারে।