বিশ্ব নারী দিবসের বিশেষ উপহার বিশ্বের সকল নারীকে।
নারী তুমি নক্ষত্র রূপে
ছড়াও তোমার দ্যুতি,
বিশ্বটা হোক আলোকিত
দূর হোক সকল দূর্গতি।
নারী তুমি সিংহী রূপে
সাহস রাখো বুকে,
মন্দ সব অপশক্তি
জ্বলুক ধুঁকে ধুঁকে।
নারী তুমি বিশ্বমাতা
গর্ভে ধরো জগৎ,
তোমার মতো আর কেহ নেই
এমন নীরব মহৎ।
নারী তুমি তরবারি হও
নিজ জীবনের রক্ষক,
ধ্বংস করো নিজ হস্তে
নরপশু নামক ভক্ষক।
নারী তুমি শক্তি রূপে
চালাও তোমার খুর,
সবুজ শ্যামল পৃথিবী থেকে
অন্ধকার করো দূর।