ন্যায়ের সূর্য
জে. আর. এ্যাগ্নেস
১৭/০৮/২০২৪
নতুন দিনের নবীন সূর্য উঠবেই গগন জুড়ে, সেই দিনটি নয়তো আজি অনেক বেশি দূরে।
ন্যায়ের সূর্য আলোর ঝলক ঝিকিমিকি তার রূপ,
মন্দতা গুলো হবে ছারখার যত আছে কুরুপ।
এইতো সবার প্রাণের আশা বাংলার ঘরে ঘরে,
কৃষক শ্রমিক ধর্ম বর্ণ সকলেই দোয়া করে।
মানুষ মাত্রই পাপের আসীন কেউ নয়তো খাঁটি,
শুভ্র পোশাক দেহাববণ কেবলই পরিপাটি।
যীশু বলেন ক্ষমাই ধর্ম ভালোবাসো পরস্পরকে,
মানব জাতি প্রতিশোধী মনা বার বার যায় তর্কে।
এসো সবে মানব ধর্মে ব্রত নিই আরবার,
কুসংস্কার বিদ্বেষী মন হোক তবে ছারখার।
ধর্ম নামের অধর্ম দিয়ে হবো না মোরা দোষী,
এক সাথে এক আত্মোনে থাকব সবাই খুশি।
পূর্ব আকাশ ছেদন করে উঠুক রবি হেসে,
নব আলোর অবগাহনে যাব সবাই ভেসে।