মুর্খ মানব কখনো বুঝে না দেশের ক্যানি আঙ্গুল কাটতে য়াওয়া মানে নিজের দুই পাও হারিয়ে পঙ্গু হওয়া।

উপরের দিকে থুথু ফেললে নিজের উপরেই তার দুর্গন্ধ ছড়িয়ে পরে।

হায়রে মুর্খ মানব কিসে এত বিদ্বেষ? কেন এত ক্ষোভ? কেন এত পৈচাশিক তান্ডব লীলায় মেতে উঠো বার বার ধ্বংস আনো দেশে?

কি এমন প্রতিশোধের অগ্নি নেশায় বিভোর হও, জ্বালাও তেজস্বী আগুন দিকে দিকে?

যতটা ধ্বংসের জন্য করো ক্ষয় এসো তাই দিয়ে গড়ি নতুন কিছু... এসো অভাগা জাতির ক্ষুর্ধাত মুখে তুলে দিই অন্ন।

আর নয় জঘন্য উল্লাস, আর নয় গুলিবিদ্ধ লাশ রক্তাক্ত মায়ের আঁচল।

হে নির্বোধ জাতি কবে হবে সুবুদ্ধি তোমার? কবে পারবে একটি উন্নত দেশ দিতে উপহার?

যে মুর্খ নিজের স্বার্থে আগুন জ্বালায় অস্থির  চিত্তে দশের করে ক্ষতি তার কখনো হবে না মুক্তি। তার প্রার্থনা শোনে না ঈশ্বর। অনন্তকাল দারিদ্র্যতার জাতাকলে সেই হয় নিস্পষিত। ঘূণপোকা হয় তাদের অনন্ত সাথী।


সৌভাগ্যে নেট কানেকশন পেলাম।