দাদু নাকি ভাল ছিল এখনো বলে লোকে
তার স্মৃতিটা যায় না ভুলা এখনো মুখে মুখে
দেশের জন্য যুদ্ধ করে দিয়েছে দাদু প্রাণ
তাইতো দাদু পেয়েছে শত শত সম্মান।
তার জন্যই পেয়েছি দেশ তাইতো বলে লোকে
দাদুর মতো অনেক প্রেমিক মরল গুলি বুকে।
দুই লক্ষ মা বোনও দিয়েছে ঢেলে ইজ্জত
পাকিস্থানী নর পশুরা ছিল ওরা বজ্জাত।
আসল শত্রু এ দেশেই ছিল এরাই মীর্জাফর
দেশের মাটিতে বাস করেও দেশকে করেছে পর।
মুক্তি যুদ্ধ করে যারা এনেছে বিজয় দেশে
অনেকে গেছে পৃথিবী ছেড়ে অনেক আছে ক্লেশে।
দেশকে যারা বাসে না ভাল তারাই দেশ দ্রোহী
সত্যের জন্য মুখ বন্ধ মিথ্যার জন্য বিদ্রোহী।
সাহস নিয়ে করব বাস আর নয়তো ভয়
যুদ্ধ করে পেয়েছি দেশ মানব না পরাজয়।
এমন সুন্দর স্বাধীন দেশে চায় যে সবাই সুখ
মিলে মিশে করব বাস হবে না কেউ বিমুখ।
জাতি ধর্ম বর্ণ মিলে হবো মোরা একাকার
বিপদে আপদে বন্ধু হব করব না কারো অপকার।
এই বিজয়ের মাসে এটাই হোক সবার অঙ্গিকার...