সময়ে তারতম্যে
দাবানলের আগুন
যেমন দাউ দাউ
করে জ্বলে...
তেমনি
কিছু আগুন তুষের গাদায়
নিভু নিভু জ্বলে...
আবার কখনো কখনো
জ্বলন্ত আগুন ধপ করে নিভে যায়।
কে পারে মৃত আগুনকে
জীবন দিতে?
প্রিয় কবিগণ ক্ষমা মার্জনীয় যারা আমার পাতায় আসেন কিন্তু আমি সময় স্বল্পতার কারণে হয়তো কারো পাতায় যেতে পারছি না।
আমি এখন কিছু বিষয় পড়াশুনার তাগিদে ইন্ডিয়ার পাটনাতে অবস্থান করছি। দোয়া রাখবেন যেন ভালমত শেষ করতে পারি।
ধন্যবাদ সবার সুস্থতা কামনা করছি।