চলছে অনন্ত দহন, ক্ষয়িত হচ্ছে জীবনের আয়ু.. ছারখার হচ্ছে সবুজ প্রনালী। শুষ্ক হচ্ছে নদ নদীর তলদেশ, সমুদ্র গর্ভে থেকে থেকে কম্পমান আর্তনাদের গোঙানি, ভোরের পুস্পালো আর তিক্ত রৌদ্রময় ভাপা বাতাস মন ছোঁয় না..
প্রকৃতির এই নীরব নির্মম নিষ্ঠুর নির্বাক প্রতিশোধী মন প্রচ্ছদিত হয়, প্রতিভাত হয় চৈত্রের খড়া রৌদ্র প্রতাপে..
যারা সুউচ্চ আবাসনে কৃত্রিম বায়ুতে সুশান্ত, তারা কখনো মাতৃবিয়োগেও পায় না কষ্ট। তারা হয়তো ক্ষীন সুখে উল্লসিত কিন্তু বড় দুর্ভাগা..
জীবন ও জগতের ক্ষহিষ্ণু আয়ু কেবলই অন্ধকার
রাতের ঘন অমাবস্যার মতো বিলীনের পথে..
হে অভাগা মানব কান পেতে শোন শ্মশানের ঢাক বাজিয়ে আসছে মৃত্যুদূত..