মনের গোপনে রাখি যতনে
সেই মধুর নাম।
সেইতো আমার পরম পাওয়া
সেইতো আমার সাম।
কি অপরূপ রূপটি তার
ত্রি ভুবনে নাই,
হাজার রূপের মধ্যি খানে
তাকেই খুঁজে পাই।
প্রথম দেখায় সেই তো আমার
মন করেছে চুরি,
আজো সে মন বাগানে
করছে ঘোরাঘুরি।
প্রতিদিন তারে আমি
বানাই মনের রাজা,
কখনো তারে বাদশা সাজাই
কখনো দিই সাজা।
কত্তো কথা বলি তারে
মন কেবলই জানে,
বিরহী মন কেবলই কাঁদে
জোয়ার ভাটার টানে।
স্বপ্ন ঘুমে সেইতো আমার
তরঙ্গ তোলে মনে,
মনের গোপনে মনটা থাকে
কেউ কি তাহা জানে?