মন উঠুনে চোরাবালি
নেই তো মনে জয়,
এইনা বুঝি উঠতে গিয়ে
তলিয়ে যাওয়ার ভয়।
সকাল সন্ধ্যা হতাশ মনে
থাকি নিরাশায়,
কুটুম পাখি গান গেয়ে যায়
বুক বাঁধি আশায়।
পাড় ভেঙে যায় উজান নদীর
উথাল পাথাল মন,
ভাটিয়ালি গানে সুর তুলেছে
পাড়ার মাঝি পবন।
যখন তখন বেসুরো গলায়
ঐ বুঝি ধরে গান,
সুখটা পালায় দূর বাদারে
হারাই নিজের প্রাণ।
ভেবে ভেবে তোমার কথা
সুখ খুঁজে পাই মনে,
সদাই তুমি থেকো সাথে
হারাইয়ো না কোনো বনে।