মন বড় সেনসেটিভ
অল্পতেই পোড়ায়,
শত মলম লাগালেও
তবুও না সারায়।


সুখ সুখ করে মন
তবুও অসুখী,
যাঁতাকলে পিষে পিষে
কেবলই দুঃখী।


মন বলে চাই চাই
প্রিয়জন কাছে,
এতটুকু অবহেলায়
ঠেঁলে দিই পাছে।