জীবন খানা যেমনই হোক
নিতে হয় খুঁজে সুখ,
তা না হলে পদে পদে
পোহাতে হয় দুর্ভোগ।
এক জীবনে শত চাওয়া
হয়না সকল পূরণ,
তবুও মন নিত্য ঘুরে
করে অনুসরণ।
একটা দেহে একটাই মন
ছুটে দূর দূরান্তে,
মনের দোষেই ছুটছে দেহ
নিত্য নতুন প্রান্তে।
শান্ত দেহ চঞ্চল মন
নেয় না কভু বিরাম,
ছুটে চলাই তার ধর্ম
পায় না কভু আরাম।