মিষ্টি পাখি মিষ্টি পাখি
এসো আমার ঘর,
আপন করে রাখবো তোমায়
করবনা কখনো পর।
মিষ্টি পাখি মিষ্টি পাখি
খাবে দুধের সর?
পড়াবো মাথায় রঙিন টোপর
সাজাবো তোমায় বর ।
মিষ্টি পাখি মিষ্টি পাখি
কিচিরমিচির ডাকো,
তোমার সুখে হব বিভোর
রাগ করবো নাকো।
মিষ্টি পাখি মিষ্টি পাখি
মিষ্টি তোমার হাসি,
সকাল সন্ধ্যা তোমার কাছে
থাকতে ভালোবাসি।
মিষ্টি পাখি মিষ্টি পাখি
পরোনা তুমি ফাঁদে,
তোমার জন্য মনটা আমার
কেবলই যেন কাঁদে।
মিষ্টি পাখি মিষ্টি পাখি
ধরো আমার হাত,
সারা জীবন থাকবো পাশে
সকাল সন্ধ্যা ও রাত।